চায়না বুচনায় মাছ শূন্য জলাশয়

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন   |   জেলার খবর

চায়না বুচনায় মাছ শূন্য জলাশয়


সঞ্জয় কুলু (শরনখোলা,বাগরেহাট):

শরণখোলা উপজেলার বিভিন্ন খাল ও জলাশয়ে অবাধে নিষিদ্ধ ‘চায়না বুচনা ব্যবহারের ফলে দেশি মাছ প্রায় বিলুপ্তির পথে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। অতি সূক্ষ্ম জালের এই যন্ত্রে পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ ধরা পড়ায় জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


স্থানীয় জেলে নির্মল কুলু বলেন, “আগে এই খালে জাল ফেললেই ভরে উঠত মাছ। এখন চায়না বুচনার কারণে কিছুই পাওয়া যায় না।" আরেক জেলে আব্বাস উদ্দিন জানান, “পোনা ধ্বংস হলে ভবিষ্যতে মাছ থাকারই কথা নয়।"


এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, চায়না বুচনা সম্পূর্ণ নিষিদ্ধ। এর ব্যবহার বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে এবং ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে।


এলাকাবাসী অবিলম্বে কঠোর অভিযান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেলার খবর এর আরও খবর: