আমাদের করণীয় তেমন কিছু আসলে নেই : শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন | জাতীয়
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে আমাদের করণীয় তেমন কিছু আসলে নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মো. তৌহিদ হোসেন বলেন, আমরা কি করতে পারি বলুন? আমাদের করণীয় তেমন কিছু আসলে নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে (শেখ হাসিনা) ফেরত দিতে। রাজি না হলে তো আসলে কিছু করার নাই। আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের তুলনায় র্যাবের বর্তমান কাজে এখন অনেক উন্নত হয়েছে। ডিজেএফআইয়ের মতো সংস্থা সব দেশেই আছে, তাই জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ছোট সফরে ঢাকায় আসবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে গত ৫ ডিসেম্বর রংপুরে সাংবাদিকদের উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দেওয়া হয়েছে কারাদণ্ড। দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।

