অচিন্ত্য কুমার বিশ্বাস এর কবিতা "কপট রমণী"

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন   |   সাহিত্য

অচিন্ত্য কুমার বিশ্বাস এর কবিতা  "কপট রমণী"

কপট রমণী

অচিন্ত্য কুমার বিশ্বাস



মোর বধু দুই, শেষেরটি তো তুই, 

প্রথমটি বেজায় মোটা।

মোটার দাপটে, নড়তো না মোটে, 

কেমনে বুঝাই সেটা।


এই সুযোগে, তুই আগেভাগে, 

মনে দিলি সুড়সুড়ি।

তোর প্রেমে পড়ি, খেয়ে গড়াগড়ি, 

ছাড়িলাম নিজবাড়ি।


তাই তোর লাগি, হয়ে বিরাগী,

 নিদহারা সুখহীন।

কেন কাছে আসি, লুভিরাক্ষসী, 

বুঝলে না কোনদিন।


এসে পাশে বসে, এত বলি হেসে,

 টনটন করলে মাথা।

ভুল বুঝে মোরে, ফেলে দিলে দূরে, 

শুনায়ে কটুকথা।


দ্বিজবর বলি, মুখে দেয় গালি, 

দেয় না কভু ছুঁতে।

খোপে কবাট দেবে, একাই ঘুমাবে 

নেবে না মোরে শুতে।


বলে আইফোন দিবি, তবে সঙ্গ পাবি, 

ভেবেছ কি মনে মনে।

ধরি অঞ্চলে, নয়নের জলে,

 সাধিলাম ও চরণে।


শুনিল না কথা, বুঝিল না ব্যথা, 

রাখিলো না মোর মান।

মুখের উপরে, বলে সে আমারে, 

বেশিকথা টান টান।


যত নিন্দুক, হয়ে উৎসুক,

 বলিল মোরে যা তা।

তবে এটা শুনে, সুধী সজ্জনে,

 বলিবে না কানকথা।


এ জগতে হায়, সেই বেশি পায়,

 আছে যার যত টাকা।

লোভাতুরার সাথে, মেশেনি বরাতে, 

পকেট যে আমার ফাঁকা।


অচিন্ত্য কুমার বিশ্বাস

প্রধান শিক্ষক

জসিমন নেছা উচ্চবিদ্যালয়

MA,LLB,Dip in Ed(DU)

সাহিত্য এর আরও খবর: