এই বছরে বাম্পার ফলনের আশা কৃষকদের

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

এই বছরে বাম্পার ফলনের আশা কৃষকদের

সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট) : 


উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা উপজেলায় এবার কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং প্রকৃতির সহায়তায় কৃষকেরা আশা করছেন বাম্পার ফলন হবে। কৃষকরা জানাচ্ছেন, এ বছর ধানের শিষে দানা বেশি এসেছে, গাছও হয়েছে সবল ও সবুজ। আগের বছরের তুলনায় জমিতে পোকামাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, “সময়মতো চারা রোপণ, মানসম্মত বীজ ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের ফলে এ সফলতা এসেছে। আমাদের আশা, এ বছর শরণখোলায় রেকর্ড পরিমাণ ফলন হতে পারে।"স্থানীয় কৃষক নির্মল চন্দ্র বলেন, “প্রকৃতি যদি এমনই সহায় থাকে, তাহলে আমাদের ঘরে এবার সোনালী ধানের হাসি উঠবেই।

জেলার খবর এর আরও খবর: