সালথায় ফ্যানের সঙ্গে ঝুলেছিল কলেজ ছাত্রীর মরদেহ
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১১:১৮ অপরাহ্ন | সারাদেশ

জাকির হোসেন (সালথা, ফরিদপুর):
ফরিদপুরের সালথা উপজেলায় মিম আক্তার (১৬) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের আফছার মাতুব্বরের মেয়ে ও সরকারি সালথা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। প্রেমঘটিত কারণে এ আত্মহত্যা বলে নিহত পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে মেয়ে মিম আক্তারকে বাসায় রেখে স্থানীয় একটি মাহফিলে যান বাবা-মা। এ সময় প্রেমিকের সঙ্গে অভিমান করে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এব্যাপারে বিস্তারিত জানানো যাবে।