রাষ্ট্রপতি এওয়ার্ড লাভ করেছেন সিলেট আঞ্চলিক স্কাউটের কমিশনার মুমিত

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

রাষ্ট্রপতি এওয়ার্ড লাভ করেছেন সিলেট আঞ্চলিক স্কাউটের কমিশনার মুমিত


মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্কাউটের সর্বোচ্চ এওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদক লাভ করেছেন সিলেট আঞ্চলিক স্কাউটের কমিশনার মহিউল ইসলাম মুমিত। গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় কাউন্সিলের ৫১তম অধিবেশনে প্রথা অনুযায়ী প্রধান অতিথি বাংলাদেশের চীফ স্কাউট ও  মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ সিলেট আঞ্চলিক স্কাউটের কমিশনার মহিউল ইসলাম মুমিতকে স্কাউটের সর্বোচ্চ এওয়ার্ড  'রোপ্য ব্যাঘ্র' গলায় এওয়ার্ড  পরিয়ে দেন।

বাংলাদেশ স্কাউটের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আযাদের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের পরিচালনায় অনুষ্ঠানে স্কাউটিংয়ে নিরবিচ্ছিন্ন সম্পৃক্ত থাকা ও 'প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড' পরীক্ষায় উত্তীর্ণ দেশের প্রায় ছয়শত কৃতি স্কাউটের মধ্যে সিলেট অঞ্চলের প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত সকল কৃতি স্কাউটের পক্ষে দুইজন কৃতি স্কাউটকেও মহামান্য রাষ্ট্রপতি ‘প্রেসিডেন্ট এডওয়ার্ড’  প্রদান করেন।

সিলেট আঞ্চলিক স্কাউটের  পক্ষে জালালাবাদ  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  ছাত্র রাহিকুল হক সিদ্দিকী ও বিনোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বনশ্রী রায় মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে নিজ নিজ প্রেসিডেন্ট এডওয়ার্ড গ্রহণ করে। কৃতি স্কাউট রাহিকুল হক সিদ্দিকী লিডার ট্রেনার এমদাদুল হক সিদ্দিকীর ছেলে।

বাংলাদেশ স্কাউটের জাতীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে আমন্ত্রিত হয়ে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট মেট্রো স্কাউট জেলা নিয়ে গঠিত সিলেট আঞ্চলিক স্কাউটের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, আঞ্চলিক কমিশনার মহিউল ইসলাম মুমিত, সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, উপ-আঞ্চলিক কমিশনার প্রমথ সরকার, ইঞ্জিনিয়ার ফয়জুল আনোয়ার চৌধুরী, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সুষমা সুলতানা রুহী, নিহার কান্তি রায়, মনসুর আহমদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্কাউটের সর্বোচ্চ এওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদক লাভ করায় সিলেট আঞ্চলিক স্কাউটের কমিশনার মহিউল ইসলাম মুমিত-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সফলতার গল্প এর আরও খবর: