বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির আত্মপ্রকাশ

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:০৪ অপরাহ্ন   |   প্রেসরিলিজ

বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির আত্মপ্রকাশ


ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থরক্ষা ও সমস্যা সমাধানের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি নামের নতুন একটি সংগঠন।


বৃহস্পতিবার  জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নামফলক উন্মোচন ও পরিচিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের নাম ঘোষণা করা হয়।


বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সভাপতি তৌফিক এহেসান বলেন, বাংলাদেশে বহু ব্যবসায়ী কেন্দ্রিক সংগঠন রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী সংগঠনই নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণিভিত্তিক, যা শুধু নিজ নিজ স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। এগুলোর দেশের সর্ব অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমানভাবে কার্যকর নয়। আমি মনে করি, বাংলাদেশ শপ ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি এই ঘাটতি পূরণ করবে।


তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী। সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে ব্যবসায়িক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ শপ অ্যান্ড বিজনেসম্যান সোসাইটি যাত্রা করছে। এ সংগঠন দেশের সব স্তরের ও সব স্থানের ব্যবসায়ীদের দাবি নিয়ে কথা বলবে, প্রয়োজনের কথা বলবে।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোয়ারদার মোস্তাক আহমেদ, ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি  মোঃ শাহিদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, এলিফ্যান্ট রোড দোকান মালিক সমবায় সমিতির   সাধারণ সম্পাদক আনিসুল মান্নান শাহেদ,  ষ্টীল ফার্নিচার মালিক কল্যান সমিতির সভাপতি মোঃ ছাইফ উল্লাহ খান (নোমান), ইষ্টার্ণ প্লাস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ বিভিন্ন নের্তৃবৃন্দ।


প্রেসরিলিজ এর আরও খবর: