ফরিদপুরে চলছে দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৩, ১২:২১ অপরাহ্ন   |   সারাদেশ

ফরিদপুরে চলছে দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড

নাজিম বকাউল (ফরিদপুর) :  


ফরিদপুরের চলছে দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড। সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ আয়োজনে ২০টি স্টলের পাঁচটিতে কলেজ ও ১৫ টিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপনে এবং ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়। মঙ্গলবার পুরস্কার বিতরনীর মাধ্যমে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। #



সারাদেশ এর আরও খবর: