ইউএস- বাংলা সাহিত্য সম্মাননা পাচ্ছেন বেরোবি'র দুই শিক্ষার্থী

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১১:০২ অপরাহ্ন   |   শিক্ষা

ইউএস- বাংলা সাহিত্য সম্মাননা পাচ্ছেন বেরোবি'র দুই শিক্ষার্থী


সিদ্দিকুর রহমান সিদ্দিক (বেরোবি):

ইউএস- বাংলা সাহিত্য সম্মাননা-২০২২ এর জন্যে মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তরুণ দুই লেখক। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুল ও অর্থনীতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী আল আমিন ইসলাম।


আগামী ২৬ ডিসেম্বর সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বাংলাদেশ, ভারতসহ বাংলা ভাষাভাষী প্রবাসী কবিদের মধ্য থেকে ১০০ জন নবীন ও প্রবীণ লেখকদের এই সাহিত্য সম্মাননা প্রদান করা হবে। আল আমিন ইসলামের কাব্যগ্রন্থ -"একমুঠো সুখ"(২০২২) ও মনিরুল ইসলাম মুকেলর কাব্যগ্রন্থ- 'শান্ত মেঘে লুকিয়ে তুই'(২০২০) জন্যে এই সম্মাননা দেয়া হবে।


মনিরুল ইসলাম মুকুল এর জন্ম ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। তাঁর প্রকাশিত বই সমূহ কাব্য গ্রন্থ 'শান্ত মেঘে লুকিয়ে তুই' (২০২০) " মৃত্যুর পাণ্ডুলিপি"(২০২১), "শয়তান গ্রহ" (২০২২)।


এছাড়া, আল আমিন ইসলাম জন্ম ১৯৯৯ সালের ১২ নভেম্বর রংপুর জেলার বদরগন্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রাম। পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমেদপুর গ্রামে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থঃ "একমুঠো সুখ"। তার প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থঃ"সাহিত্যের কুসুম জ্যোতি"।


তরুণ কবি মনিরুল ইসলাম মুকুল বলেন, 'সাহিত্য জীবনে এটাই প্রথম পাওয়া। ইউএস-বাংলার প্রতিষ্ঠাতা শাহ্ মোঃ সফিনূর স্যার যখন মিশিগান আমেরিকা থেকে আমাকে জানালেন, ইউএস-বাংলা সাহিত্য সম্মাননা -২০২২ এর জন্য আমাকেও চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে, তখন মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিলো। সম্মাননার জন্য কখনও লেখালেখি করি না কিংবা করবোও না। তবে এরকম সম্মাননা একজন লেখকের মনে আনন্দ বয়ে আনে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে।'


উদীয়মান কবি আল আমিন ইসলাম বলেন, 'মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইউএস বাংলা সাহিত্য সম্মেলন একটি সনামধন্য সাহিত্য সংগঠন। উপমহাদেশসহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রায় ১২ হাজার কবি সাহ্যিতকের সংগঠন। এখানে বাংলাদেশ, ভারত এবং প্রবাসী অনেক গুণী কবি সাহিত্যিক রয়েছেন। এই মহান মানুষগুলোর মাঝে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই অর্জনের জন্য আমার শুভাকাঙ্ক্ষী, পরিবার থেকে শুরু করে শ্রদ্ধেয় শিক্ষক, বন্ধু, বড় ও ছোট ভাই বোনসহ সবার প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা। যাদের অনুপ্রেরণা আজকে আমার এই অর্জন।'


তিনি আরো বলেন, ‌'বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতি। যাদের উৎসাহ আমাকে সাহিত্য চর্চার অনুপ্রেরণা জোগায় সবসময়। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বাংলা সাহিত্যেকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারি। কৃতজ্ঞতা ও ভালবাসা অহর্নিশ ইউএস বাংলা সাহিত্য সম্মেলন এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ সফিনুর স্যার ও নির্বাচক প্যানেলকে।'


ইতিমধ্যে রংপুরসহ সাড়া দেশে সাড়া ফেলে দিয়েছেন বেরোবি'র তরুণ এই দুই লেখক । তাদের লেখা মন জয় করেছে সাহিত্য প্রেমীদের।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের শিক্ষক ওমর ফারুক বলেন, 'মুকুল এবং আলামিন দুই জন দুই ধারার লেখক। আমি তাদের দুই জনের লিখা পড়েছি। দু'জনই অনেক ভালো লিখে। তাদের সমানে একটা বিশাল সম্ভাবনা কাজ করছে। আর এই সম্ভাবনা গুলোকে উৎসাহিত করে নানারকম সন্মাননা,পুরুস্কার ও প্রাপ্তি। তারা এই যে সন্মাননাগুলো পাচ্ছে এটি ওদের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। মুকুল ও আলামিন আরো এগিয়ে যাক। আর এই যে তারা এগিয়ে যাচ্ছে, এরফলে আমরা যারা সাহিত্যের ও সংস্কৃতির সাথে আছি, আমরাও কোনো না কোনোভাবে নিজেদেরকে মেলে ধরবার প্রেরণা খুজে পাবো, উৎসাহিত হবো।'###



শিক্ষা এর আরও খবর: