আমিনপুরে ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:০২ অপরাহ্ন   |   সারাদেশ

আমিনপুরে ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু


আলমগীর কবির পল্লব (বেড়া ,পাবনা) :


পাবনা আমিনপুরে এক ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় নিয়ে যাওয়া হয়।


আমিনপুর থানাধীন আহাম্মদপুর সোনাতলা মধ্যপাড়া গ্রামের রহমত আলীর ১৭ বছর বয়সী  ছেলে মারুফ। স্থানীয় একটি স্কুলের এবার এস এস সির পরীক্ষার্থী ছিল সে। বাবা রহমত আলী পেশায় একজন হতদরিদ্র কৃষক। সংসারের অভাব অনটনের কারনে পড়াশোনার পাশাপাশি  পার্শ্ববর্তী একটি  ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতো মারুফ।


পারিবারিক লোকজন এবং হেডমিস্ত্রির মতে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার হরিদেবপুর গ্রামে একটি নবনির্মিত  বাড়ীতে গ্রিল লাগানোর কাজে যায় সে। ওই বাড়ীতে তখন একজন কেয়ারটেকার একজন হেডমিস্তী এবং মারুফসহ মোট তিনজন কাজ করতেছিল।

হেডমিস্ত্রির কাজের প্রয়োজনীয় মালামাল  আনা নেওয়ার কাজ করতেছিল মারুফ। কাজের কিছুক্ষণ পর মারুফের অনুপস্থিতি বুঝতে পেরে ডাকাডাকি করতে থাকে মিস্ত্রি। ডাকে সাড়া না পেয়ে মারুফকে খুজতে থাকে সে। একপর্যায়ে  মারুফের নিথর দেহ নবনির্মিত বাড়ীর মেঝেতে  পড়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে উদ্ধার করে মিস্ত্রি এবং সেই সময় তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদের সহযোগিতায় মারুফকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত মারুফের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে বলে জানা যায়। খবর পেয়ে  আমিনপুর  থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্কশপ মালিক, মিস্ত্রি এবং বাড়ীর কেয়ারটেকারকে থানায় নিয়ে যান। এদিকে মারুফের অকাল মৃত্যুতে পরিবার সজন সহপাঠী এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ এর আরও খবর: