লালমাই সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতা সৃজন অনুষ্ঠানমালা 'চলো পাল্টাই'
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন | সারাদেশ

ইউনিভার্সেল কামাল (লালমাই) :
কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'বৈশাখী' এর আয়োজনে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ বিভাগের সার্বিক সহযোগিতায় লালমাই সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
প্রধান আলোচক মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুমিল্লা, বিশেষ অতিথি মোঃ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর দক্ষিণ থানা, হাজী আব্দুর রহিম, সদস্য কুমিল্লা জেলা পরিষদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, কুমিল্লা।অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোঃ হেদায়েত রসুল মশু, সাধারণ সম্পাদক, বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা। উপস্থাপনায় ছিলেন সুলতানা পারভিন, প্রভাষক বাংলা বিভাগ, লালমাই সরকারি কলেজ।
সভাপতিত্ব করেন প্রফেসর হাছানাত মাহবুব অধ্যক্ষ লালমাই সরকারি কলেজ।
কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ এতে উপস্থিতি ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।