বেরোবি’তে বাঁধনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন | শিক্ষা

সিদ্দিকুর রহমান (বেরোবি প্রতিনিধি) :
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। এতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপে নির্ণয় করতে পারবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মেডিকেল সেন্টারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এসময় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম, উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ , বাঁধন বেরোবি ইউনিটের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এই কর্মসূচির আয়োজন করে।