জাবিতে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে বখতিয়ার-অর্ণব
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন | শিক্ষা

মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন "নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ সমিতি" এর ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আহনাফ বিন হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
দর্শন বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী বখতিয়ার আহমেদকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী অর্ণব আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সাধারণ সম্পাদক অর্ণব আহমেদ সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বলেন, "নতুন দায়িত্ব গ্রহণ মানেই দায়িত্ববোধের জায়গাটা বেড়ে যাওয়া। আশা করি আমরা ছাত্র কল্যাণ কথাটিকে শুধু বাক্যে আটকে না রেখে কাজে প্রমাণ করতে পারবো।"
সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বখতিয়ার আহমেদ নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, "দায়িত্ব মানে অনেক বড় কিছু, যদি সেটা উপলব্ধি করা যায়। তথাকথিত জেলা সমিতির ধারণা থেকে বের হয়ে শিক্ষা ও সংস্কৃতি বান্ধব স্মার্ট জেলা সমিতি হিসেবে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতিকে রুপান্তরিত করতে চাই। এই লক্ষ্যে সব দিক বিবেচনা করে নোয়াখালী জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাবো।"
সদ্য বিদায়ী সভাপতি আহনাফ বিন হাবিব বলেন, "আমরা দায়িত্বপালনের সময় সকল সদস্যদের সহযোগিতায় একসাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি। যেকোন ধরনের সমস্যায় শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে সহযোগীতার সবোর্চ্চ হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির সার্বিক কাজে উপদেশ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার যথাযথ চেষ্টা করব। আশা করি নতুন কমিটির সদস্যরা আমাদের সমিতিকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।"
এছাড়াও এ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথাও জানানো হয় এবং সকল সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রেখে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।