শাহানুর আলম (শাহীন) এর কবিতা "করোনা"
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০১:০১ পূর্বাহ্ন | সাহিত্য

করোনা
শাহানুর আলম (শাহীন)
বিশ্বজুড়ে আতঙ্ক এক, প্রশ্ন সবার আজ,
কতটা ভয়াবহ এই করোনা ভাইরাস ?
কেউবা জেনে, কেউবা শুনে মনের মাঝে ভয়,
কখন জানি কার কপালে এই আক্রমন হয়।
নানানভাবে খবর আসে মরছে জনে জন,
মরার ভয়ে মরছে মানুষ আতঙ্কে এখন।
দেশ-বিদেশে এর নাকি নাই তেমন প্রতিকার,
ধরলে পরে এই করোনা উপায় কি বাঁচার ?
উপায় আছে সবার কাছে থাকলে সচেতন,
পরিষ্কার-পরিচ্ছন্নতা অগ্রে প্রয়োজন।
বাইরে গেলে মুখেতে মাস্ক, ধরলে কিছু হাতে,
সাবান দিয়ে ভাল করে মুখ-হাত ধুতে হবে।
মুখেতে হাত না দেই যেন অকারণে আর,
সাবধানতা অবলম্বন প্রয়োজন সবার।
এড়িয়ে চলি সব সময়েই জনসমাগম,
এতেও হতে পারে করোনা ঝুঁকি কম।
উপসর্গ দেখা দিলে করোনা রোগের,
সর্দি-কাশি-হাঁচি হবে প্রাদুর্ভাব জ্বরের।
গলায় ব্যাথা, দেহের হাড়ের জোড়ায় ব্যাথা,
মাথাব্যাথার সাথে থাকবে দেহের দূর্বলতা।
এই ভাইরাস ঢুকলে দেহে শ্বাসকষ্ট হবে,
বুঝে নিবেন আক্রান্ত হয়ে গেছেন তবে।
এমন কিছু যদি হয়, একদমই অপেক্ষা নয়,
হাসপাতালে যেতে হবে যেখানে চিকিৎসা দেয়।
এমন রোগীর সংস্পর্শে যাওয়া যাবেনা,
মনে রাখবেন বাতাসে এই অসুখ ছড়ায়না।
ভিটামিন ‘সি’ আছে যাতে এমন খাবার খেলে,
নানান রোগের প্রতিকার এই খাবারে মেলে।
তাই বলি ভাই, আসুন সবাই থাকি সচেতন।
ভয়না পেয়ে ভয় করা জয় সবচেয়ে প্রয়োজন।
(শাহানুর আলম শাহীন, ঢাকা। তারিখ : ১৯-০৩-২০২০)