যুক্তরাষ্ট্র যুবলীগের মহান স্বাধীনতা দিবস পালন

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যুবলীগের মহান স্বাধীনতা দিবস পালন



যুক্তরাষ্ট্র যুবলীগের আয়োজনে  মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।  ২৯শে মার্চ বুধবার নিইউর্য়কের জ্যামাইকায় সেলিম বিরানী পার্টী হলে স্বাধীনতা দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো: সেবুল মিয়া এবং সঞ্চলনা  করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রেজা আব্দুলাহ ।


অনুষ্ঠানের শুরুতেই ১ মিনিট নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদ সহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি সহ সকল শহীদের উদ্দেশ্যে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া শেষ হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ সাবেক আওয়ামী যুবলীগের কার্যকারী কমিটির সদস্য জনাব হাজী এনাম দুলাল মিয়া । তিনি বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা হাত কে শক্তি শালী করতে হলে প্রবাসে তথা যুক্তরাষ্ট্র যুবলীগ কে ঐক্যে ভাবে কাজ করতে হবে । সংগঠনের ত্যাগি নেতারা আসন্ন নতুন কমিটি তে জায়গা পাবে  । তারাই পারবে প্রবাসে নেত্রীর উন্নয়ন তুলে ধরতে ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুবলীগের সাবেক আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী,  নিউয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্মাদক শাহীন আজমল , কানেকটিকা আওয়ামী লীগের সাধারন সম্মাদক হুমায়ুন আহমদ চৌধুরী ,নিউইর্য়ক ষ্টেট আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন,  ব্রংন্ক আওয়ামী লীগের সভাপতি মুহিত , কবি সালেহ ইসলাম ,মহানগর অন্যতম নেতা সফিক ইসলাম আওয়ামী লীগ নেতা বিপ্রেস দে । যুক্তরাষ্ট্র যুবলীগের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের অন্যতম নেতা রহিমুজিজামীন সুমন .রিন্টু লাল দাস , আল মানুন সরকার , মোর্শেদ আলম ,মোহাম্মদ শাহীন ,.ইমরুল কায়েস , রুপদান মিয়া নিতাই চন্দ্র পাল , সন্জিব পাল ,ফয়সল মুজুমদার , বাপ্পা দে. বিশাল দেবনাথ , রুবেল আহমদ প্রমুখ ।

আন্তর্জাতিক এর আরও খবর: