জাবির পরিবেশ বিজ্ঞান সমিতির সহ-সভাপতি রাশেদ, সম্পাদক আবীর

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০২:১৮ অপরাহ্ন   |   শিক্ষা

জাবির পরিবেশ বিজ্ঞান সমিতির সহ-সভাপতি রাশেদ, সম্পাদক আবীর


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের পরিবেশ বিজ্ঞান সমিতি (২০২৩-২৪) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ৪৭ তম আবর্তনের মো: রাশেদুল হক এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন একই আবর্তনের এম. আবীর হাসান।



উক্ত কমিটির সভাপতি হিসাবে বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসাবে অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান দায়িত্ব পালন করবেন।


এছাড়াও ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন,সহ-সা.সম্পাদক(ফজলে        রাব্বি-৪৮), সাংগঠনিক সম্পাদক (প্রশেনজিৎ কে পাল-৪৮), সহ-সাংগঠনিক সম্পাদক(শরীফুল ইসলাম সোহান-৪৯), সাংস্কৃতিক সম্পাদক ( মাহিয়া সোলায়মান মাহী-৪৮),সহ সাংস্কৃতিক সম্পাদক(পূর্ণিমা কবীর-৪৯),ক্রীড়া সম্পাদক(মোঃ ফাহাদুর জামান ভুঁইয়া শোভন-৪৮),সহ-ক্রীড়া সম্পাদক( ওমর হায়দার তারিফ-৪৯), তথ্য ও প্রযুক্তি সম্পাদক (আফিয়া মুবাশশিরা প্রীতি -৪৮), সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক (পার্থ ঘোষ -৪৯),প্রচার ও প্রকাশনা সম্পাদক (ফাইয়াদ জামান খান-৪৯), সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ( আহসান আহমেদ পারভেজ-৫০)




উল্লেখ্য, গত ১২ ই মার্চ বিভাগের সভাপতি সাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষা এর আরও খবর: