ববিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "Marketing Fest 2023"
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:২৬ অপরাহ্ন | শিক্ষা
মাসুদ রানা(ববি প্রতিনিধি):
বরিশাল বিশ্ববিদ্যালয় মার্কেটিং এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৩ ই মার্চ'২৩ রোজ সোমবার দিনব্যাপী বণার্ঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মার্কেটিং ফেস্ট ২০২৩"।
উক্ত অনুষ্ঠানটি দুটো পর্বে অনুষ্ঠিত হবে।সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল পর্ব।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মো.বদরুজ্জামান ভূঁইয়া এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ।দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করবেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বঙ্কিমচন্দ্র সরকার।
অনুষ্ঠানের এইবারের প্রতিপাদ্য বিষয় বা থিম নিয়ে জানতে চাইলে রাকিব হাসান রাফি নামের একজন আয়োজক জানান,Marketing Fest 2023-এ এবারের থিম আইকন "ঘুড়ি"।
তিনি আরো বলেন,"আকাশে উড়তে থাকা ঘুড়ি আমাদের আকৃষ্ট করে, আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় এবং এর সাথে সাথে বাঙ্গালী সংস্কৃতি ধারন করে। এর সাথে ঘুড়ির আকাশে টিকে থাকা আর অন্য ঘুড়িদের ভোকাট্টা করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখাটা মনে করিয়ে দেয় একজন সফল মার্কেটারের কাজটাকে।
তাই,আমাদের এবারের ফেস্টের সবকিছু সাজবে ঘুড়ির সাজে।আগামী ১৩ তারিখ বিশাল এক প্রতীকি ঘুড়ি উড়বে মুক্তমঞ্চে।"
অনুষ্ঠানটির ব্যাপারে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন,"করোনার জন্য আমাদের এই ফেস্ট দীর্ঘদিন বন্ধ ছিল৷ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের উজ্জীবিত করতে প্রতিবছর মার্কেটিং ফেস্ট আয়োজন করা হয়৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ ঘটবে বলে আমি মনে করি।"
ঐ দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ।তারা নাচ,গান,র্যাম্প,কবিতা আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে উপভোগ্যকর করে তোলবেন।সেই সাথে মঞ্চ কাঁপাতে সন্ধ্যায় তাদের সাথে যুক্ত হবেন এই সময়ের জনপ্রিয় সংগীত ব্যান্ড ওড্ সিগনেচার এবং বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড তারকাটা।
অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করতে আয়োজন করা হয়েছে " MARK @BRAIN "নামক sales pitch competition.এতে অংশগ্রহণ করবে মার্কেটিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।তাদের মধ্যে থেকে বিজয়ী তিন দলকে দেওয়া হবে ক্রেস্ট এবং পুরস্কার।এছাড়াও দিনব্যাপী উৎসবটিকে আনন্দ মুখর করতে এবং উদ্যোক্তা মনোভাব তৈরি করতে শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে নানা ধরনের স্টল।সেগুলোয় খাবার-দাবার সহ বিভিন্ন কারুকার্য শোভিত শৈল্পিক জিনিসপত্র বিক্রি করা হবে।
অনুষ্ঠানটি সম্পর্কে অভিমত জানতে গেলে মার্কেটিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সুপ্রিয়া পুতুল বলেন, "এরপূর্বে ২০২০ সালে সর্বশেষ উৎসবটি পালিত হয়েছিল।বিগত বছর গুলোয় করোনা প্যানডেমিকের কারনে আর আয়োজিত হতে পারেনি উক্ত উৎসবটি।তাই দীর্ঘসময় পর এমন একটি অনুষ্ঠান পুনরায় আয়োজিত হতে যাচ্ছে বিধায় শিক্ষক-শিক্ষার্থী সহ আমরা সকলে বেশ আনন্দিত ও উৎফুল্ল।আশা করি আমরা সবাই দিনটি বেশ উপভোগ করবো।"

