ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন   |   শিক্ষা

ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়।


অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম ও বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দসহ বিভাগের সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। পরে অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শিক্ষা এর আরও খবর: