মিনহাজুল মুনির নিশাত এর কবিতা ‘রুপন্তী’
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৩২ অপরাহ্ন | সাহিত্য

'রুপন্তী'
----মিনহাজুল মুনির নিশাত
রুপন্তী..
অনিদ্রা তোমাতে ছুতে কত রাত ঘন মেঘ জমিয়েছে,
তুমি জানো কি?
না জানারি বা কি আছে;
পথ বেঁকে তোমায় এই ঘন আচ্ছন্ন মেঘ ভুলিয়েছে রাতের শুভ্রতা।
রুপন্তী
তুমি কি আজও অনিদ্রায় আচ্ছন্ন হয়ে চুপ রবে স্রোতের আড়ালে?
দেখ নয়নের পলক গুলো তোমায় কত রাত স্বপ্ন দেখতে দেয়নি!
তবুও কি চুপ রবে?
থাকবে আজও নীরব..
রুপন্তী
শুনেছ ঐ মধ্যরাতে মেঘ ভেদ করে আসা শিশির কণার শব্দ গুলো,
কি যে ভালো লাগে শুনতে!
মনে নৃত্যের অনুভবে তোমায় ছুঁয়ে দেই!!
রুপন্তী
ঐ মাঝ রাতের চাঁদটা কি তোমায় মাতাল করেনি অনিদ্রায়,
নাকি তোমার পলকে আবদ্ধ করেছিলে বাসনা গুলো?
দেখ তারা গুলো মিটি মিটি করে তোমায় ডাকছে..
রুপন্তী
দখিনা বাতাস গুলো তোমার পানে জড় হয়ে সুর তুলছে,
আর গাইছে মাতাল হয়ে তোমার অনিদ্রায়।