তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

পরিবারের হাল ধরতে ও নিজের উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ইউরোপে যাওয়ার লক্ষ্যে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তানিল আহমদ (২২)। ইরান থেকে অবৈধপথে গ্রিসে পারি দিতে তুরস্কের পথে বরফের মধ্যে তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে সোমবার (৯ জানুয়ারি) মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।

বুধবার (১১ জানুয়ারি) তানিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

তানিল আহমদ শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ৪ ভাই, তিন বোনের মধ্যে তানিল সবার বড়। বাবার মৃত্যুর পর অভাবের সংসারের হাল ধরতে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে গত বছরের অক্টোবরে স্থানীয় দালালের মাধ্যমে ইরানে পাড়ি জমান তিনি।

এদিকে, তানিলের মৃত্যুর সংবাদ পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পিতৃহারা পরিবারটি। স্বজনহারা পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের বড় সন্তানকে হারিয়ে মায়ের বিলাপধ্বনিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে ৷


শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: