ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন এ সম্মাননা পেলেন কবি ও স্বনামধন্য শিক্ষক অধ্যাপক আনোয়ারা খানম

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ১০:০৭ অপরাহ্ন   |   সাহিত্য

ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন এ সম্মাননা পেলেন কবি ও স্বনামধন্য শিক্ষক অধ্যাপক আনোয়ারা খানম


ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন এ সম্মাননা পেলেন কবি ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক আনোয়ারা খানম।  পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করে।  মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের খ্যাতনামা কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে।  বেশ কয়েকজন ভারতীয় কবি ও লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  উপস্থিত দর্শক এবং শ্রোতাদের নিজের রচিত  "মাতৃভূমি" কবিতা পাঠ করে শোনান কবি ও শিক্ষক অধ্যাপক আনোয়ারা খানম। উল্লেখযোগ্য কবি ও শিক্ষক অধ্যাপক আনোয়ারা খানম এর এ পর্যন্ত ৪টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে এবং তার রচিত কবিতা এর সংখ্যা অনেক আগেই হাজার ছাড়িয়েছে।

অধ্যাপক আনোয়ারা খানমকে উত্তরীয় পরিয়ে দেন  সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম আরা শিমা। এ সময়  অধ্যাপক আনোয়ারা খানম এর হাতে  সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সাহিত্য এর আরও খবর: