বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর টুইট

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৬:৫৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর টুইট

আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় কূটনৈতিক মিশন চালুর পরিকল্পনা নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এই ঘোষণা দিয়েছেন।


শনিবার (১০ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো টুইট করে জানান, আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, চলতি বছর আগস্টে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার চুক্তির পক্ষের ১০ম পর্যালোচনা সম্মেলনে আমার সহকর্মী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি বৈঠক করেছি।  


টুইটারে ড. মোমেনের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।


ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশের অসংখ্য ভক্ত রয়েছেন। তারা যে লিওনেল মেসির দলকে ভালোবাসেন, তা এখন আর আর্জেন্টিনার অজানা নয়। সেই কারণে আর্জেন্টিনা আবার বাংলাদেশে কূটনৈতিক মিশন খোলার আগ্রহ প্রকাশ করেছে।



আন্তর্জাতিক এর আরও খবর: