রূপসায় সুবর্ণ নিউজ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৩:২৬ অপরাহ্ন   |   সারাদেশ

রূপসায় সুবর্ণ নিউজ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

মোঃ মোশারেফ হোসেন (খুলনা ):

বাংলাদেশ সরকার অনুমোদিত ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান। যে ফাউন্ডেশনটি করোনার সময় জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করেছেন।


তার ই ধারাবাহিকতায়, তারই অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক সুবর্ণ নিউজ।

আজ২৪ নভেম্বর সকাল ১১ টায় সুবর্ণ নাগরিক( প্রতিবন্ধী) আছিরোন বিবি ৮০ বছর,পিতা বান্ধায় শেখ, গ্রাম রাজপাট, থানা মোল্লাহাট,জেলা বাগেরহাট। জামিয়া ১৪ বছর,পিতা হাফিজুর রহমান, গ্রাম সামন্তসেনা,রূপসা,খুলনা।


নামে ২ ব‍্যক্তিকে ফাউন্ডশের কার্যালয়ে ২টি হুইলচেয়ার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।হুইল চেয়ার দুটি প্রদান করেন সুবর্ণ নিউজের ঢাকা প্রতিনিধি মোহাম্মদ সুমন, মোঃ সরোয়ার হোসেন জনি,মিলন মল্লিক,ফয়সাল,শাহিন,লিয়াকত জাহান এর সহযোগিতায় ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন এর দাতা সদস্য এ্যাড. শিঞ্জন সরোয়ার।


আছিরেন ও জামিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। দু’জনই শারীরিক প্রতিবন্ধী। চলাফেরার করার ক্ষমতা তাদের নেই। হুইল চেয়ার পেয়ে তারা খুব আনন্দিত। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। যিনি এই হুইলচেয়ার প্রদান করেছেন আল্লাহ যেন তাকে এবং এই ফাউন্ডেশনের মঙ্গল কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম‍্যান এবং দৈনিক সুবর্ণ নিউজ এর প্রকাশক ডা:খান মোঃ শফিকুল ইসলাম, মহাসচিব হাকিম মো:সাইফুল ইসলাম, দৈনিক সূবর্ণ নিউজ এর সম্পাদক নাহিদ জামান,বার্তা সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, সুবর্ণ নিউজের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বিজন বিশ্বাস প্রমূখ।


সারাদেশ এর আরও খবর: