জাবি পদার্থ বিজ্ঞান ছাত্রসংসদ এর নেতৃত্বে সজীব-রিজভী

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:২২ পূর্বাহ্ন   |   শিক্ষা

জাবি পদার্থ বিজ্ঞান ছাত্রসংসদ এর নেতৃত্বে সজীব-রিজভী

মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি): 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের পদার্থ বিজ্ঞান সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ কমিটিতে  সহ-সভাপতি (ভিপি) পদে ৪৬ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ সজীব হোসেন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪৭ ব্যাচের শিক্ষার্থী এস এম হাসিবুল হাসান রিজভী নির্বাচিত হন।


গত মঙ্গলবার(২৫ অক্টোবর) বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটির এই তালিকা প্রকাশ করা হয়।  


কমিটির অন্যান্যরা হলেন– সাংস্কৃতিক সচিব ফারজানা মেহজাবীন, ক্রীড়া সচিব মো: রনি হোসেন, মহিলা মিলনায়তন সচিব মাহিন মোবাশ্বির , যুগ্ম সচিব আসিফুর রহমান ভূইয়া, ছাত্রকল্যাণ সচিব মো: সায়দার রহমান সোহান, প্রচার সচিব মো: হাসিবুল হাসান, পাঠাগার সচিব মো: সানোয়ার হোসেন,  সাহিত্য সচিব মো: সাগর মিয়া, সেমিনার সচিব মো: রুহুল আমিন রিফাত, সহকারী ক্রীড়া

সচিব মো: আবু সাঈদ এবং শ্রেণি প্রতনিধি হিসেবে আছেন ফৌজীআরা মিথিলা, নওরোজ মেহজাবিন, অমিত হাসান শাকিল, নওরিন জাহান ও রওনক জামিল পিয়াস।


এছাড়াও সংসদের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস সংসদের সভাপতি ও অধ্যাপক মো: সালাহ্ উদ্দিন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।  


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত ভিপি সৈয়দ সজীব হোসেন বলেন, পদার্থবিজ্ঞান ছাত্রসংসদ হচ্ছে  বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত  একটি ছাত্রসংগঠন। সংগঠনটি বিভাগের  শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত অধিকার আদায়, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক দৃঢ় করা ও বিভাগের কল্যাণের লক্ষ্যে  নিয়োজিত থাকে। বিভাগের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে পরিচালনার জন্য বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষক মহোদয়ের সহযোগিতা কামনা করছি।


নব নির্বাচিত সাধারণ সম্পাদক(জি.এস) এস এম হাসিবুল হাসান রিজভী  তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, পদার্থবিজ্ঞান ছাত্র সংসদ বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি ছাত্র সংগঠন।  প্রতিবছর সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত যৌক্তিক দাবি গুলো আদায়ের লক্ষে গনতান্ত্রিক পদ্ধতিতে সংসদ এর প্রতিনিধি নির্বাচন হয়।


তিনি আরো বলেন, এ বছর মুখ্য সচিব রুপে আমি আমার দায়িত্ব গুলি যথাযথ পালোনের সর্বাত্মক চেস্টা করব। সর্বপরি ছাত্র কল্যানমুলক কার্যক্রম এবং ছাত্র শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষে সকলের সহযোগিতায় সংসদ নিরন্তর ভুমিকা পালন করবে।


নির্বাচিত ছাত্রকল্যান  সচিব মোঃ সায়দার রহমান সোহান তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, পদার্থ বিজ্ঞান ছাত্রসংসদ   বিভাগের শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোন সমস্যা সমাধানের ও নিরসনে জন্য কাজ করে। আমি এই সংগঠনের ছাত্রকল্যান সচিব হিসেবে নির্বাচিত হতে পেরে আনন্দি।  আশা করছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে  বিভাগের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো এতে বিভাগের সকল শিক্ষার্থী  এবং শিক্ষকগণের সহায়তার আশা করছি।


নির্বাচিত প্রচার সচিব মোঃ হাসিবুল হাসান বলেন, আমরা বিভাগের সবাইকে নিয়ে একসাথে চলতে চাই এবং আমি বিশ্বাস করি  যেকোনো  প্রয়োজনে বিভাগের সকলকে পাশে পাবো। সকলের  সহযোগিতায় আমাদের ছাত্রসংসদ এর কাজের ধারাবাহিকতা ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করি।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বহু বছর ধরে বন্ধ থাকলেও সচল রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগ সহ কয়েকটি বিভাগের ছাত্র সংসদ নির্বাচন।


#..........


শিক্ষা এর আরও খবর: