মহেশখালীর সৌদি প্রবাসী ফেরদৌস ৩ মাস ধরে নিখোঁজ ফিরে পেতে স্বজনদের আহাজারি!

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৪:০৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

মহেশখালীর সৌদি প্রবাসী ফেরদৌস ৩ মাস ধরে নিখোঁজ ফিরে পেতে স্বজনদের আহাজারি!


নুরুল করিম (মহেশখালী) :

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বারঘর পাড়া গ্রামের গোলাম হোসেনের পুত্র সৌদি আরব প্রবাসী ফেরদৌস মাহমুদ (৪০) এর তিন মাস ধরে সন্ধান পাওয়া যাচ্ছে না । তার চিন্তায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। নিরুপায় ওই পরিবারটি নিখোঁজ ফেরদৌসের সন্ধান পেতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ফেরদৌস এক সন্তানের জনক।


ফেরদৌসের স্ত্রী খালেদা সাংবাদিকদের জানান, স্বামী ফেরদৌস মাহমুদ সংসারে সুখের আশায় ২০১৭ সালে সমিতি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে প্রায় ৫ লাখ টাকা খরচ করে রাজ মিস্ত্রি কাজের ভিসায় সৌদি আরবের হামিজ নামে এলাকায় তাকে দুই বছর পরে ভিসা রি-নিউ করতে বারবার ধরনা দিয়েও ব্যর্থ হন না পেরে সমস্যার কথা পরিবারকে জানিয়েছিলেন আগে।


গত ১০ ই জুলাই-০২২ রাত ১১টায় প্রবাসী ফেরদৌস মোবাইল ফোনে স্ত্রী খালেদা বলেন আমাকে পুলিশ আটক করেছে থানায় নিয়ে যাচ্ছে বলে ফোন কেটে দেয়, এমন সংবাদে এক সন্তান নিয়ে চোখেমুখে অন্ধকার দেখছি। মাথায় আসমান ভেঙে পড়ার অবস্থা। আমার সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীর এমন দুর্ঘটনা মেনে নিতে পারছি না। আজ দীর্ঘ ৩ মাস ধরে নিখোঁজ কি এমন ঘটনা? আমার একটি রাত যেনো হাজার বছর। জীবিত, মৃত যেভাবেই হোক আমার স্বামীকে চাই। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।


নিখোঁজের প্রসঙ্গে প্রতিবেশি প্রবাসী মোস্তাক আহমদ বলেন, ফেরদৌসের ব্যবহারে মোবাইল বন্ধ আমরা চিন্তিত আশেপাশে থানায় খোঁজ নিয়ে কোন সন্ধ্যান মেলেনি কিন্তু ৩ মাসেও আর রুমেও ফিরেনি। কি ঘটনার শিকার, তা এখনও অজানা। তিনি বলেন, ঘটনার পর থেকে সম্ভাব্য সব স্থান খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। যার কারনে স্ত্রী, মা-বাবাসহ স্বজনেরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।


সৌদি আরবে নিখোঁজ ফেরদৌস--‪508566140‬

প্রতিবেশি মোস্তাক আহমদ-‪354918560‬


এমতাবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়াতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ দূতবাসের কর্মকর্তা ও মহেশখালী প্রবাসী ভাইদের সহযোগিতা কামনা করেছেন ফেরদৌস মাহমুদ’র স্ত্রী।



আন্তর্জাতিক এর আরও খবর: