নায়ক-নায়িকাদের নিয়ে সেলফিবাজি হলেও দর্শকের সংখ্যা নিয়ে হতাশ সিনেমা হল কর্তৃপক্ষ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০২:০৭ পূর্বাহ্ন | বিনোদন

বি এম আসাদ (যশোর) :
র্যপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা। গেল ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। ৩০ সেপ্টেম্বর যশোরসহ সারাদেশের মোট ৪৫ প্রেক্ষাগৃহে চলছে এটি।
শনিবার (১ অক্টোবর) ঢাকার বাহিরে সর্ব প্রথম সিনেমাটির প্রচারে খুলনায় আসে ‘অপারেশন সুন্দরবন’ টিম। এর পরের দিন রোববার (০২ অক্টোবর) যশোরে আসে নব-নির্মিত সিনেমার টিমটি। সিনেমাটির নায়িকা নুসরাত ফারিয়া, নায়ক সিয়াম আহমেদ ও রোশানকে পেয়ে মেতেছে দর্শকরাও। তাদের দেওয়া হয়েছে সংবর্ধনা। তবে অভিনেত্রী, অভিনেতাদের নিয়ে যশোরের ভক্তদের মধ্যে উদ্দীপনা থাকলেও সিনেমেটির পরে তেমন আকর্ষণ বা আগ্রহ প্রকাশ দেখা যাচ্ছে না। এদিকে সিনেমার টিমটি যশোরে প্রচারণার জন্য আসলে সেলফিবাজির কমতি না হলেও দর্শকের সংখ্যা হতাশাজনক।
অপারেশন সুন্দরবন' টিম যশোরের মনিহার সিনেমা হল ঘুরে গেলেও হতাশায় রয়েছেন হল কর্তৃপক্ষ।
মনিহার সিনেমা হল কতৃপক্ষ জানায়, গত ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবার পর থেকে যশোরের দর্শকদের মধ্যে তেমন আকর্ষণ বা উদ্দীপনা দেখা যাচ্ছে না। শো শুরুর এক সপ্তাহের দর্শকের সংখ্যা গতানুগতিক। এমনকি রোববার সিনেমা টিমটি যশোর মনিহার সিনেমা হল ঘুরে গেলেও এদিনও দর্শকের সংখ্যা হতাশাজনক ছিল। ফলে সিনেমাটি নিয়ে লোকসানের আশঙ্কা করছেন হল কতৃপক্ষ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যশোরের সাংস্কৃতিক কর্মীরা জানান,তারা সিনেমার প্রচারনার জন্য যশোরে আসলে অবশ্যই যশোরের আরও অনেক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে সাথে নিতে পারতেন। সচেতনমহল এটিকে পারিবারিক অনুষ্ঠান বলেও দাবী করেন।
স্থানীয় কয়েকজন যুবক জানায়,আগত নায়ক নায়িকাদের সাথে যারা সেলফি তুলেছেন তারাও যদি সিনেমাটি দেখতো তাহলে হয়তো হল কর্তৃপক্ষের কিছুটা লাভ হতো।
শহরের মনিহার নীলগঞ্জের বাসিন্দা, হাদীউজ্জামান বলেন, 'হাওয়া, পরাণে যে পরিমাণ দর্শকের ভিড় লেগেছিলো এ মনিহার সিনেমা হলে, আমরা দর্শকরা এর চেয়ে বেশি আসা করছিলাম 'অপারেশন সুন্দরবন' সিনেমাটি নিয়ে। হলে তেমন দর্শকের সংখ্যা দেখা যাচ্ছে না।'
নীলিমা মূখার্জী বলেন,' সিনেমাটি সুন্দর হয়েছে। তবে হল কতৃপক্ষকে আরও প্রচারণা চালানোর জন্য অনুরোধ করবো। আশা করি দর্শকের সংখ্যা বৃদ্ধি পাবে।'
মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন বলেন, সিনেমা শো- শুরুর দিন থেকে গতানুগতিক ছিল দর্শকের সংখ্যা। এছাড়া, 'অপারেশন সুন্দরবন' টিম সিনেমার প্রচারণার জন্য মনিহার সিনেমা হল পরিদর্শন করলেও এদিনেও দর্শকের সংখ্যা ছিল খুবই হতাশাজনক। এদিকে গত এক সপ্তাহ এবং আজকের দর্শকের সংখ্যা জানতে চাইলে তিনি হতাশাজনক মনোভাব প্রকাশ করেন।#