প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৫ অপরাহ্ন | আন্তর্জাতিক
ওয়াসিংটন ডিসিতে অবস্থানরত বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ রাজধানী Washington DC তে The Ritz-Carlton Hotel suite প্রধানমনত্রীর সাথে তাঁরা সাক্ষাত করেন। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ২৪ সেপ্টেম্বর থেকে এখানে অবস্থান করছেন ।
প্রায় ঘন্টা খানেক ধরে দুই দফায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের সাথে প্রান খুলে কথা বলেন। সবার খোঁজ খবর নেন। দেশের উন্নয়নের কথা সবাইকে জানানোর জন্য নির্দেশ দেন বলে ড. সিদ্দিকুর রহমান তাঁর ফেইজবুক পেইজে উল্লেখ করেন।

