আনোয়ারা খানম এর কবিতা "করনার মত ভয়ঙ্কর"
প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৪:৩১ অপরাহ্ন | সাহিত্য

"করনার মত ভয়ঙ্কর"
আনোয়ারা খানম
ওরা তোমারই অবয়বে ঘুরে বেড়ায়
তোমারই আশে পাশে,
রোধিতে ওদের হে মানব সন্তান
প্রতিরোধ গড় একসাথে।
আকাশ পাতাল সর্বত্রই ওরা কৌশলী
তাইতো জয়জয়াকার,
লাজ শরম ভয়, ওদের কিছু নাহি রয়
আপন স্বার্থ সাধিবার।
আচরণে বিনয়ী অতি,ভক্তি দেখে বনে
যাই আট্টাস,
আসলে ওরা মানুষ তো নয় মানুষ রূপী
ভন্ড খাট্টাস!
দেশ জাতি পৃথিবীর শত্রু ওরা, শনাক্ত কোরতে
না হয় ভুল,
উন্নয়ন অগ্রগতি থমকে যাবে,এগুবে না কিছুতেই
এক চুল!!
দূর্ণীতি আর দূর্বিত্তায়ন দক্ষতায় ওদের তো জুড়ি
মেলা ভার,
ভদ্রতা আর বিনয় প্রদর্শনে ওরা তো দেখায়
শ্রেষ্ঠ আচার!!!
সর্বত্রই ওরা যে আজ, করোনার
মত ভয়ঙ্কর!!!
বাঁচাতে হ'লে ওদের হাত থেকে
দেশ মাতৃকা আন্তর্জাতিক বিশ্বকে
নিজেরা ই খুঁজতে হবে নিরন্তর পথ
আত্নরক্ষার।।
বর্ণচোরা স্বল্পভাষী, কখনও সরব কখনও নিরব
কত যে তাদের রূপের বাহার!!!
ওদের রুখতে দেশ বাঁচাতে, দেশপ্রেম ই হ'লো
একমাত্র কার্যকরী হাতিয়ার।।।
আনোয়ারা খানম, মিরপুর, ঢাকা,
২৭.০৯.২০।