জুবায়ের হত্যার ঘটনায় জবিতে শোক ঘোষণা, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন | শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যায় ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনির্মিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২অক্টোবর যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান হওয়া কথা ছিল, সেটা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে। এর আগে রোববার বিকেলে পুরান ঢাকার আরমানীটোলার একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সুরতহালের জন্য জোবায়েদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেলে নেওয়া হয়েছে।যে ভবন থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয় সেখানে তিনি টিউশনি পড়াতেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। জোবায়েদের ছাত্রীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।