সিজন বদলালে পথ বদলায়, বাংলাদেশ ঘুরে চালের ড্রাম বিক্রি

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

সিজন বদলালে পথ বদলায়, বাংলাদেশ ঘুরে চালের ড্রাম বিক্রি

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

সিজন অনুযায়ী সমগ্র বাংলাদেশ ঘুরে চালের ড্রাম বিক্রি করছেন তুহিন মৌলবি। তাঁর বাড়ি মাদারীপুর জেলায়। জীবিকার তাগিদে ১৮ জনের একটি বহর নিয়ে তিনি এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে এই ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তারা বাগেরহাটের শরনখোলা উপজেলায় অবস্থান করছেন এবং এখানে ছয় দিন ধরে চালের ড্রাম বিক্রি করছেন।

তুহিন মৌলবি বলেন, “ধান কাটার মৌসুমে গ্রামাঞ্চলে চালের ড্রামের চাহিদা বেশি থাকে। তখন আমরা সেসব এলাকায় যাই।"

 তিনি আরও বলেন, মানুষ এখন চাল সংরক্ষণে সচেতন, তাই ড্রামের চাহিদা বাড়ছে। বহরের সদস্যরা জানান, একসঙ্গে কাজ করায় খরচ কমে এবং বিক্রি ভালো হয়।

ভিন্ন খবর এর আরও খবর: