রাজধানীর মিরপুরে মনিকানন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন   |   শিক্ষা

রাজধানীর মিরপুরে মনিকানন উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাজধানীর মিরপুর ১ নম্বরে মনিকানন উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর কাউন্সিলর কাশেম মোল্লা,৭,৮ এবং ৯ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর শিখা রানী,সাবেক কাউন্সিলর কাজী টিপু সুলতান।  সভাপতি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিন্নাতুর রহমান তুহিন।


অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে শােনান স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয় শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়  মুক্তিযুদ্ধবিষয়ক বই এবং ক্রেস্ট।

শিক্ষা এর আরও খবর: