ফকিরহাট লখপুরে মাদকদ্রব্য সহ গ্রেফতার -২ পলাতক -১

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৩০ অপরাহ্ন   |   সারাদেশ

ফকিরহাট লখপুরে মাদকদ্রব্য সহ গ্রেফতার -২ পলাতক -১


মোঃ মোশারেফ হোসেন ( খুলনা) :

বাগেরহাটের ফকিরহাট থানাধীন লখপুর বনিকপাড়া এলাকায়   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  অভিযান চালিয়ে মোঃ ফয়সাল হোসেন (২৩)ও সোহেল রানা (২৬) নামে  দুই মাদক বিক্রেতাকে ৯৪ কেজি গাঁজা, ১৫২০ পিস ইয়াবা, ট্যাবলেট ৩৩ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেছে এবং অপর একজন আসামি পলাতক রয়েছে।


গ্রেফতারকৃতরা হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন পশ্চিম সেনের টিকিকাটা গ্ৰামস্থ মোঃ আলী হোসেন এর পুত্র মোঃ ফয়সাল হোসেন (২৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন পশ্চিম সেনের টিকিকাটা গ্ৰামস্থ মোঃ লতিফ খলিফার পুত্র সোহেল রানা (২৬) এবং অপর একজন আসামি কক্সবাজার জেলার পেকুয়া থানার ম‌ইয়াদিয়া গ্ৰামস্থ বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া (৩৬) পলাতক রয়েছে।


এজাহার সূত্রে জানাযায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে  গত ১৪ ফেব্রুয়ারি -২০২৪ বিকাল ৫.০০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার  অভিযানে বের হলে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে  আসামিরা মাদকদ্রব্য  বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


তখন অভিযানকারী দলটি ফকিরহাট থানাধীন লখপুর বনিকপাড়া গ্রামস্থ বিথি খাতুন এর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী তিনতলা বিল্ডিং এর দুই তলার পূর্ব পাশের চার কক্ষ বিশিষ্ট ফ্লাটের ভাড়াটিয়া আক্তার মিয়ার বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষের মধ্যে অভিযান পরিচালনা করেন।


অভিযান পরিচালনাকালে শয়নকক্ষের মধ্যে হতে ৫ টি বস্তায় ৯৪ কেজি গাঁজা, একটি সাদা রংয়ের পলিথিন প্যাকেটে লালচে বর্ণের ১২৯০ টি ও অপর একটি সাদা রংয়ের পলিথিন প্যাকেটে লালচে বর্ণের ২৩০ টি মোট  ১৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো রংয়ের ট্রাভেলস ব্যাগের মধ্যে প্লাস্টিক বোতলে কোভিন ফসফেট মিশ্রিত ৩৩ বোতল ফেন্সিডিল এবং একটি নীল রংয়ের সুযুকি জিক্সার ও একটি লাল রংয়ের টিভিএস এপাছি মোট ২ টি মটরসাইকেল উদ্ধার করেন।


এ সংক্রান্তে উপ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

সারাদেশ এর আরও খবর: