পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৫:৪৮ অপরাহ্ন | সাক্ষাৎকার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই। আমরা হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্য গৃহীত নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে পূজামন্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন। করোনাকালে পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে পূজামন্ডপগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে মূল জনগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা নেই। গুজবের কোনো ভিত্তি নেই। এর আগে ঢাকেশ্বরী মন্দিরে আসা ভক্তদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, কভিডের কারণে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সীমিত আকারে করা হচ্ছে। ডিএমপি কমিশনার সিদ্ধেশ্বরী কালীমন্দির, রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ, ঢাকেশ্বরী মন্দির পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।