না’গঞ্জে ৩ উপজেলায় নৌকার প্রার্থীরা জয়ী
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ অপরাহ্ন | পুজিবাজার

নারায়ণগঞ্জের তিন উপজেলায় আওয়ামী লীগ সমির্থত নৌকার প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। রোববার রাতে তাদেরকে বেসকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। ঘোষিত বেসরকারি ফলাফলে আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলো সরকার, সোনারগাঁয়ে মোশাররফ হোসেন, রূপগঞ্জে শাহজাহান ভূইয়া চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে আড়াইহাজার উপজেলায় নৌকার প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮০ হাজার ৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন মোল্লা আনারস প্রতীক পেয়েছেন ৭ হাজার ৮৮৯ ভোট। উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সোহাগ হোসেন রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
রূপগঞ্জে শাহজাহান ভূইয়া চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিবুল কাদির তমাল লড়েছেন আনারস প্রতীক নিয়ে।
সোনারগাঁয়ে মোশাররফ হোসেন চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট৭৩ হাজার ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৬৫৯ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।