জাতির পিতাকে নিয়ে প্রথম পিএইচডি করছেন মেজর (অব) আফিজুর রহমান রক্তিম

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ অপরাহ্ন   |   ভিন্ন খবর

জাতির পিতাকে নিয়ে প্রথম পিএইচডি করছেন মেজর (অব) আফিজুর রহমান রক্তিম


জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে তাঁর শিক্ষা ও কর্মময় জীবনের সফলতা ও ব্যর্থতা তুলে ধরেন মেধাবী মেজর (অব) আফিজুর রহমান। তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন......


এক অসাধারণ অনুভূতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। আমার প্রাণের স্পন্দন।  বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব চলছে। পেশাগত জীবনে সফল মানুষের তকমায় 'কর্ম-পরিসর ও বাংলা বিভাগ' শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে হয়েছে আজ। আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আর স্নেহের অনুজেরা ছিল অনুষ্ঠানে।


পেশাগত জীবনে সাফল্য খুবই আপেক্ষিক বিষয়। আজ অবধি কতটুকু সফল হয়েছি, বলতে পারবো না। তবে আমার কর্মজীবন বৈচিত্র্যময় অবশ্যই। একসময় প্রবল স্বপ্নে বিভোর ছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, সেটাই ছিল ধ্যান-জ্ঞান। তারপর সেনাবাহিনীতে গেলাম, গোয়েন্দা সংস্থায় কাজ করলাম। জাতির পিতা বঙ্গবন্ধুর উপর পিএইচডি গবেষণা শুরু করলাম। এখন একটা গ্রুপে ডাইরেক্টর, মিডিয়া, কমিউনিকেশন, ব্র্যান্ড হিসেবে কাজ করছি। দায়িত্ব পালন করছি কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক হিসেবে, ঐতিহ্যবাহী দৈনিক বাংলা আর হালের অনলাইন পত্রিকা নিউজবাংলা২৪.কম-এর পরিচালক হিসেবে। জানিনা কোথায় গিয়ে থামবে আমার পেশাগত জীবনের এই পথচলা।


জীবন চলুক জীবনের গতিতে....সততা আর কর্মমুখরতায়...সৃষ্টিতে আর ভালোবাসায়।

(মেজর (অব) আফিজুর রহমানের ফেজবুক পেইজ থেকে নেয়া)

ভিন্ন খবর এর আরও খবর: