চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী

 প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন   |   জাতীয়

চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী


জাহেদ কায়সার (চট্টগ্রাম) :  চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার  টার্মিনাল (এনসিটি) আপাতত পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী। পূর্বের সকল শ্রমিকদের চাকুরীতে বহাল রেখেই পরিচিত  হবে সকল কার্যক্রম।  বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। এনসিটি পরিচালনায় সরকার আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে।


বর্তমানে এনসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। এরপর বন্দরের ব্যবস্থাপনায় টার্মিনালটি পরিচালনার জন্য সরকারের কাছে অনুমোদন চেয়েছিল বন্দর কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, ০৬ জুলাই থেকে এনসিটি পরিচালনার কাজ বাংলাদেশ নৌ বাহিনীর নিয়ন্ত্রণাধীন চলমান থাকবে এবং অপারেটর নিয়োগের কাজও চলমান থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানায় তারা এনসিটি টার্মিনাল পরিচালনার জন্য ১৫০ জন অপারেটরের লিস্ট করেছে, এটা তারা নৌবাহিনীকে হস্তান্তর করবে। তারা প্রত্যেক শ্রমিককে নিশ্চয়তা দিয়েছে যে, কোন শ্রমিকের চাকরি যাবেনা এবং এটা সরকার নিশ্চিত করবে।  গৃহীত সিদ্ধান্ত মতে  OTM (Open Tender Method) হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ৩-৬ মাস নৌ বাহিনী যৌথভাবে এনসিটি টার্মিনাল পরিচালনা করবে। এইসময়ে এনসিটি টার্মিনালে যেসকল শ্রমিক অপারেটর কাজ করবে তাদের চাকরির নিশ্চয়তা সরকার প্রদান করবে।





জাতীয় এর আরও খবর: