কয়রা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি নুরুল আমিন,সম্পাদক আমিনুর

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৩:২৮ অপরাহ্ন   |   সারাদেশ

কয়রা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি নুরুল আমিন,সম্পাদক আমিনুর


মিনহাজ দিপু,কয়রা (খুলনা) :

খুলনার কয়রা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে।কমিটির সকল সদস্যদের সম্মানিতে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো.নুরুল আমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.আমিনুর রহমান।


আজ বৃহস্পতিবার সকালে কয়রা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সকল সদস্যের ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এগার সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য হলো সহ-সভাপতি জি এম আব্দুল্লাহ আল যোবায়ের,যুগ্ম সম্পাদক মো.মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মো. আব্দুর রশিদ খাঁ, প্রচার সম্পাদক মো. সিদ্দিকুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা.শারমিন আকতার, নির্বাহী সদস্য মো.ইয়ার হোসেন, মো.আইউব আলী, রোজিনা খাতুন, মাশকুরা খাতুন।


কয়রা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি নুরুল আমিন বলেন,বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনেক আদর্শ নীতিমালা ও আইন ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। কিন্তু বাস্তবায়নের অবস্থা খুবই সঙ্গীন।বাংলাদেশ ডেল্টা প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দুর্যোগ প্রশমন সংক্রান্ত নীতিমালা, ঢাকা ঘোষণা, জলবায়ু পরিবর্তন অভিযোজন সংক্রান্ত নীতিমালা কোথায় নেই প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তির কথা। এই সব নীতিমালা আর নীতিকাঠামোর সঠিক বাস্তবায়নের অভাবে প্রান্তিক প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের সংগঠনসমূহ উন্নয়নের অংশীদার হতে পারছে না।

প্রতিবন্ধী ব্যক্তি কেন্দ্রিক সরকারের উন্নয়ন কৌশল অনেক বেশি ভাতা নির্ভর রয়ে গেছে।সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নামমাত্র অংশই এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কৌশলপত্র বাংলাদেশ সরকার করেছে তার যথাযথ বাস্তবয়ন করা জরুরি।


সারাদেশ এর আরও খবর: