কুমিল্লা জেলার লালমাই উপজেলার মুকুন্দ দেবনাথ পরলোকগমনে

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

কুমিল্লা জেলার লালমাই উপজেলার  মুকুন্দ দেবনাথ পরলোকগমনে



কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা বাগমারা বাজারের সাবেক বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মুকুন্দ চন্দ্র দেবনাথ (৯১) বুধবার ১ ফেব্রুয়ারী বিকাল ৪-২০ মিনিটে বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেন।

তিনি বিশিষ্ট জনশক্তি ব্যবসায়ী আর ডি রনির পিতা।

মৃত্যুকালে মুকুন্দ চন্দ্র দেবনাথ চার পুত্র গোপাল দেবনাথ, আর ডি রনি, নিহার রঞ্জন দেবনাথ লিটন, শুভ্রত দেবনাথ, পুত্রবধূ, নাতিনাতনি, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

গতরাত ১১ টায় পরলোকগত মুকুন্দ চন্দ্র দেবনাথের নিজ বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: