এফবিসিসিআই সভাপতি পদে ৩ প্রার্থী
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে এবারে সম্ভাব্য তিনটি প্যানেল থেকে তিনজন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করতে যাচ্ছেন। সাবেক পরিচালক ও রফিজ গ্রুপের চেয়ারম্যান ড. মো: পারভেজ সাজ্জাদ আকতার সভাপতি প্রার্থী হিসেবে সর্বপ্রথম পুরান ঢাকা ও নতুন ঢাকার সকল স্তরের ব্যবসায়ীদের সমর্থনে মাঠে নেমেছেন এবং কয়েকজন পরিচালক প্রার্থীর নামও ঘোষণা করেছেন। এদিকে এফবিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলে সভাপতি প্রার্থী হবেন বলে জানা গেছে যদিও সংস্কারের প্রস্তাব অনুযায়ী অনেক কিছুরই পরিবর্তন আসতে পারে। কেননা পরপর দুইবার যারা নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচন করতে না দেয়ার প্রস্তাব ছিলো সংস্কারের ইস্যুতে, আর এই সংস্কার নিয়ে বেশ বিতর্ক চলছে দীর্ঘদিনই। অপরপক্ষে এই তালিকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলও সভাপতি পদে লড়বেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জিবি মেম্বাররা বলছেন, সারাদেশে পরিবর্তনের হাওয়া লেগেছে, সকল সেক্টরে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। সকলেই মনে করছেন ড. পারভেজ সাজ্জাদ আকতার সভাপতি প্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তারা জানায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়া তৃনমূল পর্যায়ে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। তারা আরো বলেন, দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এফবিবিসিসিআইকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। দীর্ঘদিন বাণিজ্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে ড. পারভেজ একটি শক্তিশালী সমর্থক গ্রুপ তৈরিতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে সরকারের প্রভাবশালী মহলে তার নিবিড় যোগাযোগ রয়েছে। উল্লেখ্য যে, বরাবরের মতই নির্বাচন পদ্ধতির সংস্কার করে সরাসরি ভোট চান সংগঠনটির সাধারণ সদস্যরা।
পরিচালক পদপ্রার্থী ব্যবসায়ী নেতা কামাল হোসেন পলাশ বলেন, ১২০ দিনের জন্য প্রশাসক নিযুক্ত হলেও দ্বিতীয় দফায় আরও ১২০ দিন মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এখন আবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর অপচেষ্টা চলিয়ে যাচ্ছেন। তাছাড়া প্রশাসক নিয়োগের সাত মাস অতিবাহিত হলেও ব্যবসায়ীদের জন্য কোনো কাজ করেননি এই প্রশাসক। ফেডারেশনে ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। এ কারণে বলছি, দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়ী নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহায়ক কমিটির সদস্য আব্দুল হক বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, যদিও এখনও তফসিল ঘোষণা হয় নি। সবাই এখন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আমি মনে করি সংস্কার হয়ে আগামী কিছুদিনের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। যারা সভাপতি প্রার্থী হয়েছেন সকলেই যোগ্য তবে সিদ্ধান্ত নিবেন ভোটাররা। তাই আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রথম কাজ হবে এফবিসিসিআই নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখা। এটি করতেই হবে।