ইবির গাইবান্ধা জেলা কল্যাণের নতুন নেতৃত্বে ইমরান-নাঈম
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৫:১১ অপরাহ্ন | শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমরান মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু নাঈম হোসেনকে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি হিসেবে মো. আশিকুর রহমান, মো. শিশির আহম্মেদ, মো. রাসেল আহম্মেদ, মো. আসিফ জাকি আবির, মোছা. রোকেয়া আক্তার, ফারজানা মীম, মো. নাসিব বিন মাহফুজ, মোমিনুল ইসলাম জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মিলাদুজ্জামান মেরিন, ফাতেমাতুজ্জোহরা মৌ, আল মামুন, মো. লিমন ইসলাম, মো. রাজু আহম্মেদ, খাদিজা আক্তার লতা, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান জিয়ন, সরকার রুহুল আমিন, সামিউল উদয়, কোষাধ্যক্ষ আশিকুর রাহমান, সহকারী কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তফা বিন আলম শরীফ, উপ-দপ্তর সম্পাদক জেনিস মাহমুদ, প্রচার সম্পাদক আল-মামুন, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান।
কমিটিতে আরো রয়েছেন আইন বিষয়ক সম্পাদক হিসেবে শেখ ফরিদ, উপ-আইন বিষয়ক সম্পাদক মোঃ রিফাত আল ফেরদৌস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরশাদ আহাম্মেদ সজিব, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুকিতুল হাসান তরঙ্গ, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক সোহান আরমান, কর্মসূচি বিষয়ক সম্পাদক তানজিমুল ইসলাম সায়েম, সহ-কর্মসূচি বিষয়ক সম্পাদক গোলাম হক্কানি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অন্তরা আনজুম দীপ্তি, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে মোছা: শাম্মী আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ দিশা আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ওয়াহিদা আক্তার লিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন সাথী, সহ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান আসাদ পদায়ন হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে হাফিজুর রহমান, রেহেনুল ইসলাম চমক, আরিফুল ইসলাম, আয়েশা খাতুন, সামিয়া জামান, জাকিয়া সুলতানা মনোনয়ন দেওয়া হয়েছে।