ইউজিসির আর্থিক নীতিমালা প্রত্যাখ্যান, বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারকলিপি

 প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন   |   শিক্ষা

ইউজিসির আর্থিক নীতিমালা প্রত্যাখ্যান,  বাংলাদেশ শিক্ষক সমিতির  স্মারকলিপি


সিদ্দিকুর রহমান (বেরোবি) :

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামী ৯ জুলাইয়ের মধ্যে এটি বাতিল করা না হলে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা।


আজ(২২ জুন ২০২৩) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক  সাব্বীর আহমেদ চৌধুরী।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের  সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া  স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়,মুদ্রাস্ফীতির সাথে জীবনযাত্রার মানের সামঞ্জস্য রাখতে সবাই যখন বেতন ভাতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে দিন গুনছে, তখনই আর্থিক সুবিধা আরো কর্তন করে  অনুপযোগী ও শিক্ষক স্বার্থবিরোধী অভিন্ন আর্থিক নীতিমালা পাস করে ইউজিসি শিক্ষক সমাজের সাথে বিদ্রুপাত্মক আচরণ করেছে।  শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের রাখা হয়নি যা অনভিপ্রেত।


স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়,বিষয়টি জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করে তোলার কোন ষড়যন্ত্র কিনা তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছে।


স্মারকলিপিতে  শিক্ষকদের স্বার্থের কথা বিবেচনা করে আগামী ৯ জুলাই, ২০২৩ এর মধ্যে এই বিতর্কিত অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল বাতিল করার জন্য ইউজিসিকে আহবান জানানো হয় , অন্যথায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর নেতৃত্বে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ একযোগে ইউজিসির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।


প্রসঙ্গত, গত ৭ জুন ২০২৩ তারিখে ইউজিসি অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রেরণ করেছিল।  নীতিমালায় মূলত জাতীয় পে-স্কেলের আওতাধীন ব্যয় বাদে সম্মানি, ভাতা, পরিতোষিকের হার প্রস্তাব করা হয়েছে। যেমন : ভর্তি ও সেমিস্টার দুই ঘণ্টার পরীক্ষায় শিক্ষকদের সম্মানি ৮০০-১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


চার বছরের অনার্স সম্মান কোর্সের ক্ষেত্রে দুই ঘণ্টার পরীক্ষার খাতা মূল্যায়নে ৬০ টাকা, তিন ঘণ্টার ক্ষেত্রে ৮০ টাকা, চার ঘণ্টার জন্য ১০০ টাকা ধরা হয়েছে। এক বছরের মাস্টার্স কোর্সের দুই ঘণ্টার পরীক্ষা খাতা মূল্যায়নে ৭০ টাকা, তিন ঘণ্টার ১০০ ও চার ঘণ্টার খাতার ১২০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সদস্যরা ৪০০০ থেকে ৪৫০০ টাকা নিতে পারবেন। এভাবে হিসাব পরিচালনা, উন্নয়ন বাজেট, আয় বৃদ্ধি ও নিয়ন্ত্রণ, বেতন-ভাতাদি পরিশোধসহ অন্যান্য ক্ষেত্রে ব্যয়ের নীতিও প্রস্তাব করা হয়েছে।


শিক্ষা এর আরও খবর: