ইউক্রেনের উপহার বিস্ফোরণে আহত হয়েছি: পোলিশ পুলিশ প্রধান
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৫০ অপরাহ্ন | আন্তর্জাতিক
সম্প্রতি ইউক্রেন সফরে যান পোল্যান্ডের পুলিশ প্রধান ইয়ারোস্লা সিমশেক। সেখান থেকে উপহার হিসেবে দুটি ব্যবহৃত গ্রেনেড লঞ্চার পেয়েছিলেন তিনি।
সেগুলোর একটি বিস্ফোরণে আহত হন পোলিশ পুলিশ প্রধান।
শনিবার (১৭) পোল্যান্ডের আরএমএফএম রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ারোস্লা সিমশেক নিজেই এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি বিস্ফোরণ সম্পর্কে বিশদ জানান।
স্থানীয় রেডিও স্টেশনটিকে ইয়ারোস্লা সিমশেক বলেন, গত ১১ ও ১২ ডিসেম্বর ইউক্রেনীয় পুলিশ ও জরুরি পরিষেবা পরিদর্শনের সময় কর্মকর্তাদের কাছ থেকে উপহার হিসেবে দুটি ব্যবহৃত গ্রেনেড লঞ্চার দেওয়া হয়েছিল। সেগুলো মধ্যে একটি বিস্ফোরিত হয়।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ওই বিস্ফোরণে পোলিশ পুলিশ প্রধান আহত। যদিও খুব বেশ গুরুতর না। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ প্রধান ছাড়াও বিস্ফোরণে আহত হোন পোলিশ পুলিশের একজন বেসামরিক কর্মচারীও। তবে তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।
এদিকে বিস্ফোরণে কেউ গুরুতর আহত না হলেও ‘বিস্ফোরণটি তীব্র ছিল। এতে মেঝে ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়’- বলেন ইয়ারোস্লা সিমশেক।
পোল্যান্ড কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
