আনোয়ারা খানম এর কবিতা "সৃষ্টির রহস্য তোমার"

 প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "সৃষ্টির রহস্য তোমার"





"সৃষ্টির রহস্য তোমার"

আনোয়ারা খানম


জীবনের পথ চলতে চলতে ফুরিয়ে এলো

বেলা

আজও বুঝতে পারলাম  না কীযে তোমার

খেলা!

হায় পৃথিবী!  কবে তোমার শুরু?কবে হবে

শেষ?

হাসি-আনন্দ,কষ্ট বেদনায়,তুমিতো রয়েছো

বেশ।


আমার প্রদীপে ফুরিয়ে এলো তেল নিভু নিভু তার

শিখা!

কত প্রদীপ নিভেছে  চিরতরে আর পাবো না তার

দেখা!!

অপার সৃষ্টি তুমি সৃষ্টি কর্তার উপভোগ কোরলাম

হৃদয়  ভরে,

তারই ঈশারায় বিদায় নেবো তোমায় রেখে হেথা

চিরতরে!

আকাঙ্খা  রইলো হৃদয়ে জানার,

সৃষ্টি  রহস্য তোমার?

কেনো হেথা পাঠালে,কেনো মমতায় ভাসালে?

আমিতো বান্দা তোমায় প্রার্থনার।



৪মে,মিরপুর,ঢাকা।


সাহিত্য এর আরও খবর: