আনোয়ারা খানম এর কবিতা "ধর্ষন"

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম  এর কবিতা "ধর্ষন"


"ধর্ষন"

আনোয়ারা খানম




স্বাধীন দেশে ধর্ষনের অনলে পুড়বে

কেনো সমাজ ?

মানবিকতা, নারীর প্রতি শ্রদ্ধা কোথায়

হারালো আজ?

ধর্ষনকারী জৈবিক তাড়নায় সত্যিই কী

হারিয়েছে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা?

নাকি ভীতিহীন লোকালয়ে উৎসব মূখর

তার সীমাহীন অশুর মাদকতা!!

সঞ্চিত সাহসে বলীয়ান, পারাপারে আছে

তো হাতিয়ার, বিচার হীণতা।

দুষ্টের  দমনে আইন আদালতের প্রয়োগ, সেতো

সর্বোচ্চ হাতিয়ার,!!

তুষ্ট হওয়ার নেই কিছু যদি অপরাধী দমনে, প্রয়োগ  হয় সেই বিচার!

কত অপরাধী কত সন্ত্রাসীকে বিচারের আওতায়

শাস্তি দেওয়া যায়?

যদি মানবের মাঝে ন্যয়পরায়নতা, বিবেক বোধ

জাগ্রত না রয়??

নাকি কূট চক্রান্তকারী বুনন কোরছে, অদৃশ্য

জাল ভয়ঙ্কর!

দেশ মাতৃকার ললাটে লেপন কোরতে, কলঙ্ক

চিহ্ন কালিমার!

কোথায় সামাজিক প্রতিরোধ

প্রশাসনে কেন এত মন্থরতা?

কী কোরছেন রাজনৈতিক নেতা

মহানেতা??

কথা তো আরও থেকে যায়

সবই কী একা সরকারে দায়?

নেই কী দায়ভার কিছু জনতার

দেখিনা তো প্রমান কিছু তার!!

নারী?? এক বিংশ শতাব্দিতেও

তুমি কেনো এত অবোলা নির্বিকার?

তোমার নিজের জন্য নিজের, নাই

কী কিছু  কোরবার??

তোমার সচেতনতা জ্ঞান-বুদ্ধি- দক্ষতা

ঈমান-আমল, দিয়ে, পাও না কী উপায়

কিছু আত্নরক্ষার???

যদি থাকতো উচকিত কন্ঠ আপামর

জনতার,

না থাকতো কালচার আইন আদালত

বিচার হীনতার,

পাইতো কী কুখ্যাত ধর্ষনকারী কোন মসৃন

পথ পালাবার????

মানব মানবীর জৈবিক চাহিদার বিষয়টিও  

অস্বীকার করার মত নয়,

সৃষ্টি র রহস্য সেতো, বিজ্ঞান তার বিশ্লেষণ

আদিকাল থেকেই তো দেয়,

পৃথিবীর  বিভিন্ন দেশে সামাজিক ভারসাম্য

রক্ষায় বৈধ ব্যবস্থা দেখা যায়,

এ বিষয়টিও ভেবে দেখা দরকার,সমাজকে

যৌন হয়রানির কবল থেকে সুরক্ষায়।


আনোয়ারা খানম

মিরপুর, ঢাকা,০৮.১০.২০

সাহিত্য এর আরও খবর: